সানজিদ সিদ্দিকী এন্ড জুরিস্টস বাংলাদেশর অন্যতম সনামধন্য ও অভিজ্ঞ আইনি সেবা প্রতিষ্ঠান। ১৯৮৯ সালে ল'ফার্মটি প্রতিষ্ঠার পর থেকে এটি কর্পোরেট এবং বাণিজ্যিক আইন, ফৌজদারি মামলা, শ্রম ও কর্মসংস্থান আইন, ব্যক্তিগত এবং কর্পোরেট কর সংক্রান্ত বিষয়ে আইনি পরিষেবা প্রদান করে আসছে। ফৌজদারি মামলায় আসামীর জামিন শুনানি থেকে শুরু করে হাইকোর্টে মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণের জন্য রিট পিটিশন দায়ের বা কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা করা থেকে কোম্পানি গঠন ও পরিচালনা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহ যে কোন জটিল আইনি বিষয়ে আমাদের আইনজীবীরা পারদর্শী।
আমরা আমাদের দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আইনি পরামর্শ এবং মতামত প্রদান করি যেটি একজন ব্যক্তিকে তার আইনি সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে পৌছাতে সহায়তা করে থাকে।
আমাদের হেড অব চেম্বারস, ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সাফল্যের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC), হেগ, নেদারল্যান্ডসের কাউন্সেল সহকারী তালিকায় রয়েছেন। তিনি হাইকোর্ট বিভাগ এবং জেলা ও দায়রা আদালতে কৃতিত্বের সাথে নিয়মিত মামলা পরিচালনা করছেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে এলএলবি (অনার্স) এবং পরবর্তীতে যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (পিজিডিএল) সম্পন্ন করেন। এরপর ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অব লিংকন'স ইন থেকে বার-এট-ল প্রাপ্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে এমএসএস করেন। ব্যারিস্টার সানজিদ ইংল্যান্ডের লিঙ্কন'স ইন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য।